ঢাকাবাসী শনিবার ১৯৬৫ সালের পর সবচেয়ে উষ্ণতম একটি দিন অতিবাহিত করেছে। এতে সবাইকে দুর্ভোগও পোহাতে হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) অনুসারে, এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা।
১৯৬৫ সালে রাজধানীতে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস, যা ঠিক ৯ বছর আগে ২০১৪ সালের ১৪ এপ্রিল রেকর্ড করা হয়েছিল।
তবে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহ গ্রাস করেছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান